ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা,  নেই সাকিব-লিটন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৪, ১২ জানুয়ারি ২০২৫

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন বাংলাদেশ। আগেই জানা গিয়েছিল এই দলে থাকবেন না দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। শুধু তাই নয়, ১৫ সদস্যের দলে জায়গা হয়নি উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের। 

রোববার (১২ জানুয়ারি) মিরপুরে সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

লিটনের বাদ পড়ার কারণ হিসেবে বাজে ফর্মকে উল্লেখ করেছেন তিনি। তামিম ইকবালকে নির্বাচকেরা দলে চাইলেও তিনি গত পরশু অবসরের ঘোষণা দিয়ে দেন। দুই দফায় বোলিং পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি সাকিব আল হাসান। তাই শুধু ব্যাটার হিসেবে সাকিবকে বিবেচনা করেননি নির্বাচকরা। 

ওপেনার হিসেবে আছেন সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। এছাড়া আছেন পারভেজ হোসেন ইমন। মিডলঅর্ডার সামলানোর জন্য রয়েছেন তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী। অলরাউন্ডার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ।

স্কোয়াডে রাখা হয়েছে চার পেসারকে। তানজিম সাকিব, নাহিদ রানা, তাসকিন আহমেদের সঙ্গে আছে অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান। বাদ পড়েছেন হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম। আর স্পিনার হিসেবে নাসুম আহমেদের সঙ্গে আছেন লেগী রিশাদ হোসেন।  

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দল: নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাহিদ রানা, জাকের আলী, তানজিদ হাসান, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন।

চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্ট হবে পাাকিস্তান ও দুবাইয়ে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে। সেখান থেকে বাংলাদেশ দল যাবে পাকিস্তানে। রাওয়ালপিন্ডিতে পরের দুটি ম্যাচ ২৪ ও ২৭ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি